আবারো ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো শহরে আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম এনএইচকে বলছে, মঙ্গলবার ৫ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে ওই শহরে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

এনইচকে বলছে, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি। বৃহস্পতি ও শুক্রবার দুই দফা ভূকম্পনে জাপানে অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ১০ হাজার মানুষ। এছাড়া এ ঘটনায় গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ।



মন্তব্য চালু নেই