রাজধানীতে আবারো সুয়ারেজ লাইনে শিশু, চলছে উদ্ধার অভিযান

মহাখালীর ঝিলপাড়ের উন্মুক্ত ড্রেনে পড়ে শিশু নিহত হওয়ার এক সপ্তাহ যেতে না যেতেই রাজধানীতে আবারো সুয়ারেজ লাইনে পড়ে গেছে আরো এক শিশু। বৃহস্পতিবার রাতে মিরপুরের কমার্স কলেজের পেছনের সুয়ারেজ লাইনে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবরি ইউনিট কাজ করছে।

তথ্যটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যাভিয়েশন সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুল হক।

তিনি জানান, ১০টা ৪০ মিনিটের দিকে কমার্স কলেজের পেছনের সুয়ারেজ লাইনে একটি শিশু পড়ে যায়। খবর পেয়ে দমকলের তিন ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই দুপুর আড়াইটার দিকে ড্রেনের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় ভ্যানচালক শাহ আলম ও গৃহবধূ রুবি আক্তারে ছোট মেয়ে সানজিদা। বেলা ৩টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায় রাত সাড়ে ১২টা পর্যন্ত।

ডুবুরিরা ক্লান্ত হয়ে পড়লে কয়েকঘণ্টা বিরতি দিয়ে পরদিন সকাল ৭টা থেকে আবার উদ্ধার অভিযানে নামে তারা। সকাল ৯টা ৫০ মিনিটে শিশু সানজিদার মরদেহ খোঁজে পান ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সদস্যরা।



মন্তব্য চালু নেই