আবার খুলছে বিতর্কিত ড্যান্স বার (ভিডিওসহ)

ভারতের মহারাষ্ট্র রাজ্য এবং এর রাজধানী মুম্বাইয়ে ড্যান্স বার বন্ধ রাখার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে নতুন করে এসব বার খুলতে যাচ্ছে।

প্রসঙ্গত, ২০০৫ সালে মহারাষ্ট্র সরকার প্রথম বার বন্ধের আইন পাস করে। অভিযোগ করা হয়, এসব বারের কারণে তরুণ সমাজ দুর্নীতি ও অপরাধে জড়িয়ে পড়ছে। সেইসঙ্গে পতিতাবৃত্তির প্রসার ঘটছে। কিন্তু ২০০৬ সালে হাইকোর্ট ওই আইনকে অবৈধ ঘোষণা করে।

এরপর মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে আপিল করে। তখন আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বারগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট বারগুলো খোলার অনুমতি দেয়। মহারাষ্ট্র সরকার গত বছর আবারও আগের আইন সংশোধন করে বারগুলো বন্ধ করে দেয়।

India-02

কিন্তু বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতের সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র সরকারের আইন আবারও বাতিল করে। সেইসঙ্গে বারগুলো পুনরায় খোলার অনুমতি দেয়। তবে সর্বশেষ নির্দেশনায় আদালত বলেছে, ড্যান্স বারে কোনো অশ্লীল ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণ করবে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা আরোপের আগে রাজ্যের প্রায় ১৪শ ড্যান্স বারে এক লাখের বেশি নারীর কর্মসংস্থান হয়েছিল।

ভিডিও:

https://youtu.be/fN2u7jxxq7U

 



মন্তব্য চালু নেই