‘আমরাই দিব পোশাক খাতের নিরাপত্তা’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৮ সালের পর অ্যাকর্ড-অ্যালায়েন্স থাকবে না দেশে। তখন আমাদের পোশাক খাতের নিরাপত্তা আমরাই দিব। দেশের পোশাক খাতের নিরাপত্তার দায়িত্ব সরকারের, বাইরের কারো নয়।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের তৈরি পোশাক শিল্পের কারখানাগুলোর অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। দেশের অধিকাংশ কারখানা এখন কমপ্লায়েন্স হয়েছে। নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে কাজ করছেন শ্রমিকরা। ফায়ার ও বিল্ডিং সেফটি এখন অনেক ভালো। নিরাপদ কাজের পরিবেশে শ্রমিকরা সন্তুষ্ট। পোশাক খাতে এখন কোনো সমস্যা নেই। তবুও অ্যাকর্ড-অ্যালায়েন্স সন্তুষ্ট নয়।



মন্তব্য চালু নেই