‘আমরা কি এই দেশ চেয়েছিলাম?’

বিশিষ্ট শিক্ষাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘আমরা কি এই দেশ চেয়েছিলাম? যে দেশে খুন করা অপরাধ না, কিন্তু ব্লগে লেখাটা অপরাধ। এমন দেশের জন্য কি অপেক্ষা করছিলাম।’

জাফর ইকবাল আরও বলেন, ‘সরকার মনে করে যাদের হত্যা করা হয়েছে তারা হচ্ছে ব্লগার। তারা নাস্তিক। ব্লগার শব্দটা এখন একটা অভিশপ্ত শব্দ। যদিও এমনটা হওয়ার কথা না।’

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বুধবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত সমাবেশে এ সব কথা বলেন তিনি। মুক্তমনা লেখক, ব্লগার ও প্রকাশকদের উপর নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরাম।

লেখক, প্রকাশক ও ব্লগার হত্যার খুনীদের ধরতে সরকার আন্তরিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

‘দীপন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা’ বলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সমালোচনা করে জাফর ইকবাল বলেন, ‘একই দিনে একসঙ্গে দুই জায়গায় দুইজন প্রকাশকের ওপর হামলা করা হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। এটাকে বিচ্ছিন্ন বলা হয় কিভাবে? হয় আমি বিচ্ছিন্নের মানে জানি না অথবা উনি বিচ্ছিন্নের মানে বুঝেন না।’

ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. মোস্তাবুর রহমানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, প্রফেসর ড. ইয়াসমিন হক, প্রফেসর ড. নাজিয়া চৌধুরী, প্রফেসর ড. দীপেন দেবনাথ প্রমুখ।



মন্তব্য চালু নেই