‘আমার প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ (সা.)’

আমি মুসলমান। নিয়মিত নামাজ পড়ি। ওমরাহ করেছি। একজন মুসলমানের কাছে সেরা ব্যক্তিত্ব হওয়া উচিত হযরত মুহাম্মদ (সা.)। আমার কাছেও তাই। এর বাইরে ওয়াহিদ স্যার। ওনার কারণেই আমি এই জায়গায়।

বাংলাদেশের একটি সাপ্তাহিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আপনার প্রিয় ব্যাক্তিত্ব কে জানতে চাইলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এসব কথা বলেছেন।

ক্রিকেটার না হলে কী হতেন জানতে চাইলে আশরাফুল বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হব। ক্রিকেট ছাড়া অন্য কিছু মাথায়ই আসেনি। এখনো আসে না।

নিজের ব্যাপারে তিনি বলেন, নিজেকে খারাপ মানুষ মনে করি না। তবে এটা ঠিক যে, শতভাগও ভালো মানুষ নই। আমার মনে হয় আমি ৯০ শতাংশ ভালো মানুষ। যতটুকু পারি গরিব অসহায়দের সাহায্য করি। তবে আমি আরো ভালো মানুষ হতে চাই।

ফিক্সিংয়ের কলঙ্কটা আর মাত্র ২৫ দিন পর থেকেই মুছে যাবে আশরাফুলের। আগামী মাসেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেট খেলতে পারবেন তিনি। জাতীয় লিগ দিয়েই শুরু করতে চান তিনি। এখানে ভালো পারফর্ম্যান্স করলে কর্তপক্ষ তাকে সুযোগ দিতে চাইবে। এরপর তিনি ৪০ বছর পর্যন্ত ক্রিকেট খেলতে চান।



মন্তব্য চালু নেই