“আমার স্তন দু’টি দেখতে একদম মেয়েদের স্তনের মতো! এখন আমি কী করব?”

প্রশ্ন: আমি ছেলে কিন্তু আমার বুকের স্তন দু’টি দেখতে একদম কিশোরীর স্তনের মতো। প্রথমে একটি স্তন বড় ও আরেকটি ছোট ছিল। কিন্তু এখন দু’টিই সমান। আমি জানি এটি গাইনেকোমেশিয়া নামক একটি রোগ। কিন্তু এর প্রতিকার কী? আর লাইপোসাকশন সার্জারি করাতে কেমন খরচ হবে?

উত্তর: আপনি বলেছেন, আপনি পুরুষ কিন্তু আপনার স্তন দেখতে কিশোরী স্তনের মতো। আপনার এই সমস্যাটি গাইনেকোমেশিয়া না-ও হতে পারে। তবে আপনি যদি এর জন্য অপারেশন করাতে চান, তাহলে যে কোনো সার্জারি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।

আরও জানতে চেয়েছেন, লাইপোসাকশন করাতে কত টাকা লাগতে পারে। সরকারি হাসপাতালে বেশ কম খরচে আপনি এ সার্জারি করাতে পারেন। কিন্তু সব সরকারি হাসপাতালে এ ব্যবস্থা নেই।

আর বেসরকারিভাবে করাতে চাইলে আপনাকে সার্জনের সঙ্গেই যোগাযোগ করতে হবে। কেননা তিনি আপনাকে/আপনার স্তন দেখে নির্ণয় করবেন আদৌ লাইপোসাকশন কি না। এই প্রক্রিয়াটি করতে কতক্ষণ লাগবে, কতখানি চর্বি ফেলতে হবে ইত্যাদি বিষয়ের উপর টাকার পরিমাণ কম বা বেশি হয়ে থাকে। তাই এক্ষেত্রে নির্দিষ্ট করে প্রয়োজনীয় টাকার পরিমাণ বলা যাচ্ছে না। ধন্যবাদ।

পরামর্শ দিয়েছেন
ডা. লুৎফুন্নাহার নিবিড়
মেডিকেল অফিসার
কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।



মন্তব্য চালু নেই