আমি অসহায়, ক্ষমা চাচ্ছি

ঘোষণা দিয়েও ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগে কমাতে না পেরে নিজেকে অসহায় দাবি করে এর জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মন্ত্রী এই ক্ষমা প্রার্থনা করেন।

সেতুমন্ত্রী বলেন, পরিবহন খাতের নেতারা তাদের কথা রাখেননি। ফিটনেসবিহীন ও ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার আশ্বাস দিলেও তারা কথা রাখেননি। আমার কাছে তথ্য এসেছে, শুধু নবীনগর-চন্দ্রা মহাসড়কেই ১৯টি ফিটনেসহীন যানবাহন চলাচল করেছে। যে কারণে আজ মানুষের এতো দুর্ভোগ। পুলিশ দিনরাত খেটে যাচ্ছে। কিন্তু এরপরেও আমি হতাশ। নিজেকে আজ অসহায় মনে হচ্ছে।

তিনি বলেন, ঘণ্টার পর ঘণ্টা ঘরমুখো হাজারো মানুষ নবীনগর-চন্দ্রা মহাসড়কে আটকে রয়েছে। আমি জানি কী দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমি এটি সহ্য করতে পারি না। রাজনৈতিক জীবনে আমি সাড়ে চার বছর জেল খেটেছি। তখনও আমি এতো কষ্ট করিনি। কিন্তু এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর রাস্তাঘাটে খেটে যাচ্ছি। কিন্তু ফলাফল ভালো পাচ্ছি না।

জনদুর্ভোগ লাঘবে চার লেনে কোনো লাভ হবে না, সড়ক ব্যবহারকারীদের মানসিকতার পরিবর্তন আনতে হবে বলেও মনে করেন মন্ত্রী।



মন্তব্য চালু নেই