আমি এসেছি, বোলারদের কপালে দুর্গতি আছে: গেইল

শুক্রবার ঢাকায় আসেন ক্রিস গেইল। এর পরের ম্যাচেই চট্টগ্রামের হয়ে মাঠে নামবেন তিনি। শনিবার অনুশীলনে মিরপুরের মাঠে যান গেইল। অনুশীলন নিয়ে ক্রিস গেইল বলেন, পরিবেশের সাথে মানিয়ে নেয়ার জন্য অনুশীলনে এসেছি।

গেইল বলেন, পরিবেশের সাথে মানিয়ে নিতে পারলেই ভালো করা যাবে। পরে ক্রিস গেইল হাসতে হাসতে বলেন, আমি এসেছি তাই বিপিএলের বোলারদের কপালে দুর্গতি আছে।

ক্রিস গেইল বলেন, আমি মাঠে নেমে চাইব বেশি বেশি ছক্কা মারতে। ছক্কা মারার আমার এবারের বিপিএলের টার্গেট। গেইলের নামের সাথে আছে ছক্কার রেকর্ড। সে নিয়েই কথা বলেন তিনি।

গেইল বলেন, আসলে আমি তো ছক্কার জন্যই পরিচিত। সিক্স মেশিন হিসেবে চেনে লোকে। এটাই আমি সবচেয়ে ভালো পারি, ছক্কা মারতে।

চেষ্টা করি যতটা সম্ভব বিনোদন দিতে। আশা করি, আগামীকালের উইকেট ভালো হবে। খেলায় ফিরে প্রথম ম্যাচে কিছুটা নার্ভাসনেস থাকতে পারে। তবে সেটাই জীবন। আমি উপভোগ করতে চাই।

গেইল বলেন, ভক্তরাও আমার শক্তি। সবাই যখন ছক্কা চায় সেটা আমার ভালো লাগে। উপভোগ করি। তাদের এবার আমার ইচ্ছে ৫৫টি ছক্কা মারার।



মন্তব্য চালু নেই