আমি ক্ষতিগ্রস্ত : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক বিবৃতিতে নিজেকে ক্ষতিগ্রস্ত বলে দাবি করেছেন। তার দাবি, নারীরা তার বিরুদ্ধে যেসব অভিযোগ করছেন তাতে তার নির্বাচনী প্রচারণা এবং তার ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শুক্রবার রাতে উত্তর ক্যারোলিনার সারলোটে এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি একটি বড় রাজনৈতিক দলের মিথ্যা প্রচারণার শিকার। তারা আমার নির্বাচনী প্রচারণা ক্ষতিগ্রস্ত করতেই এ ধরনের মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।

তিনি আরো বলেন, যারা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে তাদের সংখ্যা খুব বেশি নয় এবং এদের খুঁজে বের করা খুব একটা কঠিন কাজ নয়।

সম্প্রতি বেশ কয়েকজন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। সামার জারভোস নামের এক নারীর অভিযোগ, ২০০৭ সালের দিকে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছেন। চাকরির আলোচনার জন্য একটি হোটেলে ডেকে নিয়ে তার সঙ্গে এমন আচরণ করেছেন ট্রাম্প।

এদিকে, ক্রিস্টিন অ্যান্ডারসন নামের আর এক নারী বলছেন, নব্বুইয়ের দশকে নিউইয়র্কের একটি ক্লাবে ওয়েট্রেস হিসাবে কাজ করার সময় একদিন হঠাৎ করে ট্রাম্প তাকে জড়িয়ে ধরেন। তার দাবি কোন বাক্যালাপ, এমনকি তার দিকে না তাকিয়েই ট্রাম্প এমনটা করেছিলেন।

তবে নারীদের এসব অভিযোগ ভিত্তিহীন বলছেন ট্রাম্প। তার দাবি কোনো নির্দিষ্ট একটি গোষ্ঠী তার জনপ্রিয়তা কমাতে এসব করছে।



মন্তব্য চালু নেই