আমি সাচ্চা হিন্দু : মমতা

ভাইয়ের বউ লতা এবং পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি পুজো দিলেন। কিন্তু তার এই পুজো দেওয়াকে উপলক্ষ করে বিজেপি-বিরোধিতা করে।

বিরোধিতা উপেক্ষা করে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি বিজেপি-কে আক্রমণ করে মমতা পাল্টা দাবি করলেন, তাদের থেকেও তিনি বেশি হিন্দু। মমতার কথায়, ‘আমিই আসল হিন্দু। বিজেপি হিন্দুত্বের নামে কলঙ্ক!’

দু’দিন আগে ভুবনেশ্বরেই দলের কর্মসমিতির বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশায় যে দিন আমরা সরকার গড়ব, সে দিনই আমাদের স্বপ্ন সফল হবে।’ পাল্টা আক্রমণ করে ওড়িশার মাটিতে দাঁড়িয়েই মমতা বললেন, ‘ওরা পুবের দিকে তাকালে আমি দিল্লির দিকে তাকাব!’

জগন্নাথ মন্দিরে মমতার পুজো দেওয়া নিয়ে মঙ্গলবারই এক সেবাইত আপত্তি তুলেছিলেন। পুরীর রাস্তায় রাস্তায় চক-খড়িতে লেখা ‘গো ব্যাক মমতা’ও চোখে পড়েছে এ দিন। বিকেলে মন্দিরে মমতার ঢোকার সময়ে ‘গো ব্যাক’ বলে বিক্ষোভও দেখান দু’জন। পুলিশি ঘেরাটোপে সবুজ পাড় কটকি শাড়িতে মন্দিরে ঢুকে পুরোহিত বিজয়কৃষ্ণ সিংহারির হাত দিয়ে পুজো দেন মমতা। বের হওয়ার মুখে আবার বিজেপির পতাকার সঙ্গে কালো পতাকা নিয়ে এক যুবক ‘ভারত মাতা কি জয়’ বলে হাজির হন গাড়ির সামনে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা



মন্তব্য চালু নেই