আমি হিলারিকে বিশ্বাস করি : ওবামা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি পুনরায় আস্থা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি মঙ্গলবার এক প্রচারণাসভায় বক্তব্য রাখার সময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি হিলারিকে বিশ্বাস করি।’

নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের চারলটে এলাকায় আয়োজিত জনসভায় নিজের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন,‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য এ মুহূর্তে হিলারিই হচ্ছেন সবচেয়ে যোগ্যতম ব্যক্তি। দেশে এখন এমন কোনো পুরুষ বা নারী নেই, যিনি হিলারির চেয়ে বেশি যোগ্যতা রাখেন।’

হিলারির প্রতি সমর্থন ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন,‘আমি হিলারি ক্লিনটনকে বিশ্বাস করি। আর তার প্রতি অগাধ আস্থা আছে বলেই আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি চাই আপনারা তাকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জয়যুক্ত করবেন।’ এ সময় উপস্থিত জনতা ‘হিলারি’ ‘হিলারি’ বলে শ্লোগান দিতে থাকে।

ওবামা এমন এক সময়ে হিলারির প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করলেন যখন তার ই-মেইল বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে ওঠেছে। সম্প্রতি এ নিয়ে মার্কিন নিরাপত্তা সংস্থা এফবিআই হিলারিকে জিজ্ঞাসাবাদ করেছে। যদিও তারা সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনবে না বলে জানিয়ে দিয়েছে।

প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হিলারি ক্লিনটন। ওই সময়ে তিনি ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে রাষ্ট্রীয় গোপন তথ্য ই-মেইলে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আদান-প্রদান করেন। বিষয়টি নিয়ে তদন্তও হয়েছে।

মঙ্গলবারের জনসভায় ওবামা তার সরকারের সমালোচকদেরও এক হাত নিয়েছেন। তিনি সমালোচকদের উদ্দেশ্য করে বলেন, ‘অনেকেই অনেক কথা বলে থাকেন। কিন্তু প্রেসিডেন্টের কাজটা যে কত জটিল তা ওই পদে যাওয়ার আগ পর্যন্ত কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়।’

সূত্র : স্কাই নিউজ



মন্তব্য চালু নেই