‘আম্পায়ারিং নিয়ে কিছু বললে বহিষ্কার হতে পারি!’

সোমবার আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল বুলসের হয়ে খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজের পেসার রায়াদ এমরিট। একদিনের ব্যবধানে তামিম ইকবালও একই পথে হাঁটলেন। তবে কৌশলী তামিম সরাসরি কিছু বলেননি।

মঙ্গলবার তামিম ইকবাল বলেন,‘আম্পায়ারিং নিয়ে আমি কি বলব! সবার চোখ আছে। সবাই দেখতেছে তারা কি ধরণের সিদ্ধান্ত দিচ্ছে। আমি কিছু বলতে গেলে জরিমানা হতে পারে, বহিষ্কারও হতে পারি। এখনও একটা ম্যাচ আছে, কিছু বলতে চাই না এটা নিয়ে। আমি নিশ্চিত আপনারা সবাই দেখছেন, আমার বলে দিতে হবে না।’

বিপিএলে তামিমের দল নয় ম্যাচের সাতটিতেই হেরেছে। দুটি ম্যাচ জিতেছে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে। শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ বরিশাল বুলস। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই