আরবে মন্দির তৈরির জমি দিচ্ছে সরকার

আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মন্দির তৈরির জন্য জমি দিচ্ছে সরকার। এই প্রথম আমিরতের রাজধানীতে গড়ে উঠছে মন্দির। তবে দুবাইতে দু’টি মন্দির রয়েছে।

আরব আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণলয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, আবুধাবিতে বসবাসকারী ভারতীয়দের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রধানমন্ত্রীর সফরের মাঝেই আবুধাবিতে মন্দির গড়ার জন্য জমি বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে আমিরত সরকার।



মন্তব্য চালু নেই