আরব বসন্তে ক্ষতি ৬শ বিলিয়ন ডলার

আরব বসন্ত শুরুর পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ৬১৪ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসির।

জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে এই প্রথম এ ধরনের কোনো হিসাব এলো।

জাতিসংঘের ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া (এএসসিডব্লিউএ) বলছে, এই ক্ষতি ওই অঞ্চলের ২০১১ সাল থেকে ২০১৫ সালের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ শতাংশ।

আরব বসন্ত বলে পরিচিতি পাওয়া এই আন্দোলনের শুরু তিউনিশিয়াতে এবং এর প্রভাবে মধ্যপ্রাচ্যের চারটি দেশে স্বৈরশাসকের পতন ঘটে। এই আন্দোলনের প্রভাবেই যুদ্ধ শুরু হয় লিবিয়া, সিরিয়া এবং ইয়েমেনে।

আন্দোলন শুরুর আগের পূর্বাভাস বিবেচনায় নিয়ে এ হিসাব করেছে এএসসিডব্লিউএ।



মন্তব্য চালু নেই