আরেক দফা কমলো সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আরো এক দফা কমানো হয়েছে। শুক্রবার বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দর কমানোর বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন দর অর্থাৎ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম হবে ৪১ হাজার ২৯০ টাকা। শুক্রবার পর্যন্ত এর দাম ছিল ৪২ হাজার ৫১৫ টাকা। এ হিসেবে ভরিতে প্রায় ১ হাজার ২২৪ টাকা কমানো হয়েছে।

২১ ক্যারেট স্বর্ণের দাম হবে ৩৯ হাজার ১৯১ টাকা। যা আগে ছিল ৪১ হাজার ৬৪০ টাকা। অর্থাৎ কমেছে ২ হাজার ৪৪৯ টাকা।

১৮ ক্যারেটের নতুন দাম ৩২ হাজার ৫৪২ টাকা। আগে ছিল ৩৩ হাজার ৭৬৭ টাকা। কমেছে ১ হাজার ২২৪ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২১ হাজার ৬৪১ টাকা। আগের দাম ২২ হাজার ৬৮৬ টাকা।

এছাড়া, আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম হবে ৮৭৪ টাকা। শুকবার পর্যন্ত ছিল ৯৩৩ টাকা।

ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। অন্যদিকে, সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালঙ্কার গলিয়ে তৈরি করা হয়।

এর আগে গত ৭ নভেম্বরে স্বর্ণের দাম কমানো হয়েছিল যা কার্যকর হয় ৯ নভেম্বর থেকে। আর এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের সোনার দাম কমালো বাজুস।



মন্তব্য চালু নেই