‘আর্টিজানের জঙ্গিদের বাড়িভাড়া করে দিয়েছিল নিহত জঙ্গি’

রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত সন্দেহভাজন ‘জঙ্গি’ নাম জুলহাস করিম বলে ধারণা করছে পুলিশ। এই জঙ্গি গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীদের বাড়িভাড়া করে দিয়েছিলেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার রাতে আজিমপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আইজিপি সাংবাদিকদের এ কথা জানান।

আইজিপি বলেন, পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হওয়ার পর আটক তিন নারী জঙ্গির একজন মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলা হতে পারে বলে আমরা ধারণা করছি।

পরে আইজিপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত পাঁচ পুলিশ সদস্যকে দেখতে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

শনিবার সন্ধ্যার পর আজিমপুরে জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চালাতে গেলে ভেতরে থাকা নারী জঙ্গিরা পুলিশকে ছুরিকাঘাত ও মরিচের গুঁড়া মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের আটক করে পুলিশ।



মন্তব্য চালু নেই