আর্থারাইটিস সারাবে দারুচিনি

শুধু রান্নায় স্বাদের জোগান নয়, বিভিন্ন রকম অসুখেরও উপশম মেলে দারুচিনি ব্যবহারে।

দারুচিনি খেলে কী কী রোগ প্রতিরোধ করা যায়, আসুন জেনে নিই—

• রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে দারুচিনি।

• পাকস্থলিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে এবং ঘায়ের উপশম মেলে দারুচিনি মেশানো চা খেলে।

• ইরিটেবল বাওয়েল সিনন্ড্রম বা পেটের সমস্যা আরাম মেলে দারুচিনি খেলে। দারুচিনি প্রতিরোধ করে ব্যাকটেরিয়া সংক্রমণ।

• দারুচিনি মেশানো চা খেলে বা দারুচিনি তেল দিয়ে মালিশ করলে আর্থারাইটিসের সমস্যায় মুক্তি পাওয়া যায়।

• ক্ষতিকারক ক্যানসার কোষ ধ্বংস করে দেয় দারুচিনি। কোলন ক্যানসারেও খুবই উপকারি দারুচিনি।

• বিভিন্ন রকমের ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে দারুচিনি।

• যাঁরা মুখের দুর্গন্ধের সমস্যার সমাধান দেয়ে দারুচিনি।

• মস্তিষ্কের বিকাশে খুবই উপকারি দারুচিনি।

• দারুচিনিতে আছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বক এবং শরীর ভাল রাখতে সাহায্য করে।

• ওজন বাড়ার সমস্যা কমিয়ে দেয় দারুচিনি।

• দাঁতের ক্ষয় রোধ আটকে দেয় দারুচিনি।

• কাশির সমস্যা মেটায় দারুচিনি।

• পোকা কামড়ালে দারুচিনি খুবই সাহায্য করে।



মন্তব্য চালু নেই