আর কবে আমিনুলের জন্য কাজ পাবে বিসিবি!

আমিনুলের খুব নিজস্ব একটা দুঃখ আছে। তার বরাবরের ইচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সাথে কাজ করা। তিনি বারবার বলেছেন, সুযোগ পেলে তিনি বাংলাদেশের ক্রিকেট থেকে যা পেয়েছেন তার কিছুটা হলেও ফেরত দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেট কর্তারা আমিনুলকে দেওয়ার মতো যোগ্য কাজ এখনো খুঁজে পাননি!
এসিসি থেকে আইসিসিতে এখন আমিনুল। প্রশ্ন হলো আর কতটা উচ্চতায় পৌঁছালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুলকে বাংলাদেশের ক্রিকেটে তার যোগ্য কোনো কাজ দেওয়ার কথা ভাববে!
আমুনুল দীর্ঘদিন ধরে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাথে। সেখানে উদীয়মান ক্রিকেট দেশগুলোকে নিয়ে কাজ করতেন। চীনে তাকে দেওয়া হয় বীরের মর্যাদা। কারণ, চীনা ক্রিকেটের হাতেখড়ি বলতে গেলে আমিনুলের হাত ধরেই। এভাবে বিভিন্ন দেশে ঘুরে ক্রিকেট শিখিয়েছেন। কোচিং করিয়েছেন ক্রিকেট ছাড়ার পর। এবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিতে যোগ দিলেন আমিনুল। বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান এখন আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার।



মন্তব্য চালু নেই