আলু দিয়ে তৈরি করুন সুস্বাদু জিলাপি

জিলাপি তৈরি করার রেসপি হয়তো অনেকেই জানেন। আলু দিয়েও যে সুস্বাদু জিলাপি তৈরি করা যায়, তা হয়তো অনেকেরই অজানা। আজ চলুন জেনে নিই সুস্বাদু আলুর জিলাপি তৈরির রেসিপি-

উপকরণ
আলু (সিদ্ধ করে চটকানো ) ১কাপ, গুড়া দুধ ১/২কাপ, বেকিং পাউডার ১চা চামচ, ঘি ২টেবিল চামচ, ময়দা পরিমাণমতো, তেল ১কাপ। সিরা তৈরি করতে- চিনি ১কাপ,পানি ২কাপ ও এলাচ ১টি।

যেভাবে তৈরি করতে হবে
চিনি ও পানি একসাথে জ্বাল দিয়ে শিরা তৈরি করে নিন। এবার চটকে রাখা আলুর সাথে গুড়া দুধ, বেকিং পাউডার, ঘি ও পরিমানমতো ময়দা দিয়ে মেখে জিলাপি বানানোর মন্ড তৈরি করে নিন। এবার ছোট ছোট বল বানিয়ে হাতের তালু দিয়ে চেপে চেপে বলগুলো লম্বা করে লেচির মত বানিয়ে এক মাথা থেকে আরেক মাথা পেচিয়ে নিন। কড়াইতে তেল গরম করে একদম মৃদু আঁচে জিলাপিগুলো বাদামী করে ভেজে গরম সিরায় ৫মিনিট জ্বাল দিয়ে এবার নামিয়ে আরো ৩০মিনিট রেখে সিরা থেকে তুলে পরিবেশন করুন।



মন্তব্য চালু নেই