আলেপ্পো থেকে ২৪ ঘণ্টায় পালিয়েছে ৪০০০ মানুষ

গত ২৪ ঘণ্টার মধ্যে সিরিয়ার পূর্ব আলেপ্পো থেকে ৪ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক পালিয়েছেন। বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর এই অংশটির নিয়ন্ত্রণ নিতে সরকারি বাহিনীর অভিযানের ফলে এসব বেসামরিক মানুষ পালিয়ে গেছেন। রোববার এক পর্যবেক্ষণে এ তথ্য উঠে এসেছে। খবর : টাইমস অব ইন্ডিয়ার।

বৃটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি বলেছে- সরকার নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোতে ১ হাজার ৭০০ জন আশ্রয় নিয়েছে। আর ২ হাজার ৫০০ জন দেশটির উত্তরাঞ্চলের জেলা শেখ মাখসুদে চলে গেছে।

এদিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে যে, সরকারি বাহিনী আলেপ্পোর র্পূব অংশের জেলা মাসাকেন হানানো পুনর্দখলে নিয়েছে। যা ২০১২ সালে দখলে নিয়েছিল বিদ্রোহীরা। সিরিয়ার সরকারি বাহিনীর ভাষ্য, মাসাকেন হানানোর পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর পূর্ব আলেপ্পোর নিয়ন্ত্রণ নিতে নতুন করে এ অভিযান শুরু করে সরকারি বাহিনী।



মন্তব্য চালু নেই