আল-আকসায় ইহুদি-মুসলমান সংঘর্ষ

ফিলিস্তিনে তৃতীয় পবিত্র মসজিদ হিসেবে পরিচিত আল-আকসায় মুসলমানদের সঙ্গে ইহুদি চরমপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে ইহুদিরা তাদেরের বাৎসরিক তিশা বা’ভ উৎসব উদযাপন উপলক্ষে মসজদটিতে প্রবেশের চেষ্টা করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

এদিকে মসজিদের ভেতরে থাকা ফিলিস্তিনি তরুণদের বের করে আনতে সেখানে প্রবেশ করেছে ইসরায়েলি পুলিশ। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার আহত হওয়ার সংবাদ পাওয়া গেলেও কতজন ফিলিস্তিনি আহত হয়েছে তা জানা যায়নি।

আল-আকসা ইহুদিদের কাছে পবিত্র মন্দির হিসেবে বিবেচিত। অপরদিকে এটি মুসলমানদের কাছেও তৃতীয় পবিত্রতম মসজিদ হিসেবে বিবেচিত। মসজিদটিতে ইহুদিদের প্রবেশাধিকার থাকলেও সেখানে তাদের প্রার্থণার অনুমতি নেই।

রোববার এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, দাঙ্গার প্রস্তুতি হিসেবে ফিলিস্তিনিরা পেট্রোল বোমা নিয়ে মসজিদের ভেতরে জমায়েত হয়েছে। তাই তাদের বের করতে পুলিশ সেখানে প্রবেশ করেছে।

এতে বলা হয়, ‘মুখোশধারী দাঙ্গাকারীরা মসজিদের ভেতরে পালিয়ে গেছে এবং তারা সেখান থেকে পাথর ছুঁড়েছে। মসজিদের ভেতরে পুলিশকে প্রবেশে বাঁধা দিচ্ছে তারা। তারা পুলিশের ওপর সরাসরি পেট্রোলবোমা ছুড়ে মারছে।’



মন্তব্য চালু নেই