আশকোনার মামলার তদন্ত প্রতিবেদন ১৭ জানুয়ারি

আশকোনায় জঙ্গি অভিযানের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা সোমবার এদিন নির্ধারণ করেন। নথি থেকে জানা যায়, শুক্রবার রাত ১২ টা থেকে চলা ‘রিপল ২৪’ নামে এ অভিযান শেষ হয় শনিবার বিকেল ৪টায়। এতে এক নারী জঙ্গি ও কিশোর নিহত হয়েছেন। এছাড়া আত্মসমর্পণ করেছেন দুই নারী জঙ্গি ও দুই শিশু।

শ্বাসরুদ্ধকর এই ১৬ ঘণ্টার অভিযানে আশকোনার ওই এলাকার বাসিন্দারা ছিলেন চরম আতঙ্কে। যদিও বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই সফলভাবে অভিযান সমাপ্ত হয়েছে।

এ ঘটনায় রোববার দক্ষিণখান থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলায় মামলায় আসামি করা হয়েছে- জেবুন্নাহার শিলা, তৃষা মনি, শাকিরা, সামিনা, আফিফা কাদেরী, মাঈনুল ইসলাম, রাশেদুর রহমান, সেলিম ও ফিরোজকে।



মন্তব্য চালু নেই