আশাশুনিতে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় মঙ্গলবার বিকেলে আশাশুনিতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক মানববন্ধন কর্মসূচি পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের সামনে মহাসড়কে অনুষ্ঠিত এ মানববন্ধন চলাকালে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আশাশুনির প্রতাপনগরে প্রতিমা ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য দেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, হরিদাস ঠাকুর আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, সাধারণ সম্পাদক সন্দ্বীপ রায়, সন্তোষ কুমার পাল, নিরঞ্জন কুমার ঘোষ, প্রদীপ কুমার পাল, বিশাখা সাহা প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিটি আয়োজন করে উপজেলা পূজা উদযাপন পরিষদ, হরিদাস ঠাকুর আশ্রম কমিটি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, কলারোয়া দক্ষিণ পাড়া পৌর কালি মন্দির, পৌর পূজা উদযাপন পরিষদ, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ।



মন্তব্য চালু নেই