আশুলিয়ায় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ : গুলিবিদ্ধ এক কর্মী নিহত

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আব্দুর রহিম (৪৮) নামের এক আওয়ামী লীগের কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।আহত হয়েছে ৫জন।

বুধবার বিকেল চার টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারে এঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী জানায় বিকেলে আশুলিয়ার নয়ারহাট বাজারে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের কর্মীদের সাথে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের কর্মীদের সাথে সংঘর্ষ বাধে। এসময় সংঘর্ষে সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের কর্মী আব্দুর রহিম গুলিবিদ্ধ হয় । পরে আশঙ্কাজনক অবস্থায় ওই আওয়ামী লীগের কর্মীকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এসংঙ্ঘষের ঘটনায় আহত হয়েছে আরও ৫জন।

খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এবিষয়ে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন নয়ারহাট এলাকায় যখন গোলাগুলি হয়েছে তখন আমি কিছু জানিনা আমি থানায় ছিলাম বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সাভার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই