আশুলিয়ায় একটি জুট মিলে আগুন, ঘন্টাব্যাপি চেষ্টায় নিয়ন্ত্রনে

নিজস্ব প্রতিবেদক (সাভার) : সাভারের আশুলিয়ায় একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ায় নবীনগর-চন্দ্র মহাসড়কের পাশে শ্রীপুর এলাকার সুপ্রিম জুট মিলে এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আশুলিয়ার শ্রীপুর এলাকার সুপ্রিম জুট মিলের আধাপাকা একতলা ভবনের ভিতরে হঠাৎ আগুন দেখতে পায় কারখানার লোকজন। পরে তারা ডিইডিজেড ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টিও ধামরাই ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে কারখানার ভিতরে থাকা বিপুল পরিমাণ তুলা পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান তদন্ত ছাড়া আগুন লাগা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবেনা।তিনি আরও বলেন বছরে একাধিক বার টেক্সটাইল মিলগুলোতে আগুন লাগে,এর কারণ হিসেবে তিনি করখানা গুলোর অগ্নি নির্বাপন সক্ষমতাকে দুর্বল হিসেবে চিহ্নিত করেছেন।



মন্তব্য চালু নেই