আশুলিয়ায় কীটনাশক তৈরি কারখানায় আগুন আহত ৫

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি কীটনাশক তৈরি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেডের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার বিকালে আশুলিয়ার কাঠগড়ায় সেলামত সরকার ইন্ডাস্ট্রিয়ালপার্ক এলাকায় অরণ্য ক্রপ কেয়ার লিমিটেড নামে একটি কীটনাশক কারখানায় এই অগ্নিকান্ড ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খবরের পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় কাঠগড়া এলাকার কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রনে আনে। কারখানাটির কাঁচামালা রাখার গোডাউনের একটি অংশে মেরামতের জন্য ঝালাইয়ের কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঝালাইয়ের কাজ থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির বিষয়ে কোন ধারনা দিতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে আগুন নিভাতে গিয়ে কারখানার পাঁচজন শ্রমিক আহত হয়েছে।



মন্তব্য চালু নেই