আশুলিয়ায় নিহত আব্দুর রহমনাই নব্য জেএমবিপ্রধান : র‌্যাব

গত ৮ অক্টোবর ঢাকার অদূরে আশুলিয়ায় র‌্যাবের অভিযানে আহত হয়ে আটক হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জঙ্গি আব্দুর রহমানই নব্য জেএমবির প্রধান ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার সকালে এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব। অবশ্য এর আগে নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত তামিম চৌধুরী নব্য জেএমবি প্রধান বলে আইজিপির বরাত দিয়ে গণমাধ্যমে খবর এসেছিল।

র‌্যাব বলছে, নিহত আব্দুর রহমনাই নব্য জেএমবি প্রধান সারোয়ার জাহান ওরফে শায়খ আবু ইব্রাহিম আল হানিফ।

আজ বেলা ১১টায় কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ক্ষুদে বার্তায় আব্দুর রহমানের ঘনিষ্ট দুই সহযোগীকে আটক করারও কথাও বলেছে র‌্যাব। তারা হলেন- নাফিস আহম্মেদ নয়ন এবং হাসিবুল হাসান। নয়ন ও হাসানের কাছ থেকে ২৭ লাখ ৭০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

গত ৮ অক্টোবর সাভারের গাজিরচট এলাকায় একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালায় র‌্যাব। সে সময় পাঁচতলা ভবনের উপর থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন আব্দুর রহমান। ব্যর্থ হয়ে আহত অবস্থায় র‌্যাবের হাতে আটক হন তিনি। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই রাতেই মারা যান তিনি। র‌্যাব তখন বলেছিল, আব্দুর রহমান নিষিদ্ধঘোষিত সংগঠন নব্য জেএমবির মূল অর্থদাতা। সম্প্রতি সকল নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ সরবরাহ করেছিলেন তিনি।



মন্তব্য চালু নেই