আশুলিয়ায় পোশাক শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা চেষ্টা

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : আশুলিয়ার বাসাইদ এলাকার মোজার্ট নীট লিমিটেড নামক তৈরী পোশাক কারখানায় এক পোশাক শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার সহকর্মির বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি আশুলিয়া থানার ভা্রপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির।

সোমবার বেলা দুইটার দিকে আশুলিয়ার বাসাইদ এলাকার মোজার্ট নীট লিমিটেড কারখানার দুপুরে দ্বিতীয় শিফটের কাজ শেষ হলে ফিনিসিং সেকশনের হেলপার সাহাবুদ্দিন ফাহাদ কাজে যোগ দেন।

এসময় তার সহকর্মি ফয়সাল প্রেসার মেশিন দিয়ে ফাহাদের পায়ু পথে বাতাস ঢুকিয়ে দেয়।

ঘটনার পর পর ফাহাদ অজ্ঞান হয়ে মাটেত লুটিয়ে পরলে প্রথমে সাভারের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার খাদ্যনালীতে অপারশেন করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ‍গুরুতর আহত ফাহাদের অবস্থা এখনও আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে এঘটনায় কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি। মূল অভিযুক্ত আটক না করতে পারলেও জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির।



মন্তব্য চালু নেই