আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই বন্ধসহ নয় দফা দাবিতে মানব বন্ধন

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই বন্ধসহ নয় দফা দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন করেছে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা।

বুধবার বেলা এগারটায় আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাবের সামনে সোনিয়া এন্ড সোয়েটার্স লিমিটেড নামক সোয়েটার কারখানার তিন’শ তেইশ ছাটাই কৃত শ্রমিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্টএর ব্যনারে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচি পালন করে।

মানব বন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার ঘোষবাগের সোনিয়া এন্ড সোয়েটার্স কারখানার মালিক পক্ষের কাছে নয় দফা দাবী জানিয়ে আসছিল শ্রমিকরা।

এরই জেরধরে কারখানা কর্তৃপক্ষ বেআইনী ভাবে তিন’শ তেইশজন শ্রমিককে ছাটাই করেও পরে স্থানীয় সন্ত্রসীদের দিয়ে শ্রমিকদের করখানায় না যাওয়ার জন্য ভয় ভীতি প্রদর্শন করে।

স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে অনেক শ্রমিকরা বাসা বাড়িতে থাকতে পারছেনা বলেও এসময় জানান শ্রমিক নেতারা।

শ্রমিকরা এসময় অবৈধ শ্রমিক ছাঁটাই বন্ধ, পিছ রেট নির্ধারন, কারখানায় মুঠোফোন নিয়ে প্রবেশ সহ নয় দফা দাবী পুরনে তিনদিনের সময় বেঁধে দেয়।

এসময় মানব বন্ধনে গার্মেন্টস শ্রমকি ফ্রন্টের সাভার,আশুলিয়াও ধামরাই শিল্পাঞ্চল কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাস বক্তব্য রেখে বলেন, অবৈধও বেআইনী ভাবে শ্রমিক ছাটাই ও ছাটাই কৃত শ্রমিকদের পূর্নর বহালের দাবী করেন।অন্যথায় ছাটাই কৃত শ্রমিকদের শ্রমআইন অনুযায়ী সমস্তপাওনাদী পরিশোধের দাবী জানান, এসময় কারখানা কতৃপক্ষকে তিনদিনের সময় বেধে দিয়ে আরও বলেন,অন্যথায় ছাটাই কৃত শ্রমিকদের সাথে নিয়ে আরও বৃহত্তর কর্মসুচি যাবেন তারা।

মানব বন্ধনে কোন অপ্রতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য চালু নেই