আসলামকে ষড়যন্ত্র করে গ্রেফতার করেছে সরকার : রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে সরকার ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার বিকেলে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন তিনি। খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ভারতে বসে বাংলাদেশ সরকার উৎখাতের বৈঠকের যে অভিযোগ বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বিএনপি নেতা তার ব্যবসার প্রয়োজনেই বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমূখ।



মন্তব্য চালু নেই