আসলো বাক্স , আর বের হলো বেড়াল

বাক্স আর বিড়াল, অনেকটা যেন লোহা আর চুম্বকের মতো। বাক্সের প্রতি মার্জার গোষ্ঠীর বিশেষ ভালবাসার কথা কে না জানে। কিন্তু এই বিশেষ ভালবাসার জেরে একেবারে প্রাণ খোয়াতে বসেছিল ইংল্যান্ডের কাপকেক। সম্প্রতি ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সের এক যুবক ই-‌শপিং সাইটে কয়েকটি ডিভিডি অর্ডার করেন। যথাসময়ে ডেলিভারি এসে পৌঁছায়। খুশি হয়ে বাক্স খুলতেই চমকে ওঠেন তিনি। প্রিয় ডিভিডি-‌র উপর শুয়ে রয়েছে মৃতপ্রায় এক বিড়াল!‌ তাড়াতাড়ি তাকে বের করে দুধ খাইয়ে হাসপাতালে নিয়ে যান তিনি। খবর দেন রয়্যাল সোসাইটির পশু সুরক্ষা দপ্তরকে। তাঁরা এসে বিড়ালটির কলার থেকে একটি মাইক্রোচিপ উদ্ধার করেন। সেখান থেকেই জানা যায় বিড়াল মহাশয়ের নাম- কাপকেক।

পাওয়া যায় তার মালিকের পরিচয় এবং ঠিকানাও। কাপকেকের মালিক দক্ষিণ-‌পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়েলের বাসিন্দা জুলি ব্যাগট। ওদিকে প্রিয় পোষ্যকে হারিয়ে তাঁর তখন পাগল পাগল অবস্থা। শেষে সাসেক্স থেকে বিড়ালের খোঁজ পেয়ে আঁতকে ওঠেন। আট দিন আগে সেখানে ডিভিডি পাঠিয়েছিলেন তিনিই। অর্থাৎ, প্যাকিংয়ের সময় বেচারা কাপকেক কোনো ফাঁকে সেই বাক্সে উঠে বসে। ভালভাবে খেয়াল না করে তাকে শুদ্ধ প্যাক করে পাঠিয়ে দেন জুলি। এরপর আটদিন পানি এবং খাবার ছাড়াই বাক্সবন্দি হয়ে থাকতে হয় কাপকেককে। এতদিন কীভাবে সে বেঁচে রইল, ভেবে অবাক হচ্ছেন চিকিৎসকরা। সৌভাগ্যবশত, চিকিৎসা এবং সকলের আদরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ‘‌বীর’ কাপকেক।‌‌



মন্তব্য চালু নেই