যৌন হয়রানির অভিযোগ

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হওয়া শিক্ষক মাহফুজুর রহমান ফেরদৌসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে রমনা এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক তদন্ত মো. সেলিম জানান, কলাবাগান থানা পুলিশ ফেরদৌসকে গ্রেপ্তার করেছে।

কলাবাগান থানার এসআই শামীম আহাম্মেদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুল্লাহ আল সায়েম কলাবাগান থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

এক প্রশ্নের জবাবে এসআই শামীম জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আহসানউল্লাহ ক্যাম্পাস হলেও কলাবাগান থানাধীন পান্থপথ এলাকায় ওই শিক্ষকের একটি ফ্ল্যাট রয়েছে। তবে তিনি সাধারণত রমনা থানা এলাকার বাসায় থাকতেন।

তড়িৎ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌস সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করে আসছিলেন।

বিভিন্ন সময়ে নিজের বিভাগের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত শনিবার তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই