আয়কর মেলা: ২য় দিনে রাজস্ব আদায় ৫৩৩ কোটি টাকা

সপ্তাহব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিন বুধবার (০২ নভেম্বর) সারাদেশ থেকে রাজস্ব আদায় হয়েছে ৫৩৩ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৩১২ টাকা। যা গত বছরের মেলার দ্বিতীয় দিনের চেয়ে ১ দশমিক ৩১ শতাংশ বেশি।

২০১৫ সালের আয়কর মেলার দ্বিতীয় দিনে ৫২৬ কোটি ৭৮ লাখ ৩২ হাজার ৩৪১ টাকা আদায় হয়েছিল।

আয়োজকরা জানিয়েছেন, বুধবার মোট ১ লাখ ৫ হাজার ৩৫৭ জন করদাতা সেবাগ্রহণ করেন। রিটার্ন দাখিল করেন ১৭ হাজার ২১৮ জন। এছাড়া মোট ৩ হাজার ২২৮ জন করদাতা ই-টিআইএন গ্রহণ করেছেন। এতে প্রবৃদ্ধি ১৪২ শতাংশ।

মেলার দুই দিনে মোট আয়কর আদায় হয়েছে ৭২৫ কোটি ১১ লাখ ৫৪ হাজার ১২৪ টাকা।

প্রথম দিনে ১৯১ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা আয়কর আদায় হয়েছিল। এদিন আয়কর আদায়ের প্রবৃদ্ধি ছিল ২৪.৯৪ শতাংশ।

এবারের আয়কর মেলা রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত হচ্ছে। মেলার পরিধি গতবছরের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় করদাতাদের আসার সুবিধার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে বাস দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই