নানার বাড়ী আসছে সিটি মেয়র আজম নাছির

আ.লীগের উদ্যোগে ২০ হাজার মানুষের মেজবান

সিটি মেয়র নির্বাচিত হওয়ার পর নানার বাড়ি রাউজানে প্রথম বারেরমত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মেজবান অনুষ্ঠানে যোগ দিচ্ছেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাছির উদ্দিন। রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে কমির চৌধুরী এমপির সভাপতিত্বে আগামি ২৩ আগস্ট রাউজানের নোয়াপাড়া, বাগোয়ান, পশ্চিম গুজরা, পূর্ব গুজরা, পাহাড়তলী, উরকিচর, বাগোয়ান ও কদলপুন ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর শাহাদা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী, মেজবান, চিকিৎসা কে¤প, আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উপজেলার নোয়াপাড়া শেখ কামাল কমপ্লেক্স চত্তরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম স¤পাদক আলহাজ আবুল কালাম আজাদ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্যের মেধাবী ছাত্র ফারাজ করিম চৌধুরী।

ঐদিন জাতীয় শোক দিবস উপলক্ষে ২০ হাজার মানুষের মেজবান অনুষ্টানের আয়োজন করেছেন দক্ষিন রাউজান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আগামী রবিবার সকালে রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে শেখ কামাল অডেটেরিয়াম কমপ্লেক্স মাঠে মেজবান অনুষ্টানে ২০ হাজার লোককে ভোজনের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্টান বাস্তবায়ন কমিটির আহবায়ক নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম জানান, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত মেজবান। এ-অনুষ্ঠানকে ঘিরে রাউজানে ৭ ইউনিয়নে চলছে ব্যাপক প্রস্তুতি।



মন্তব্য চালু নেই