পৌরসভা নির্বাচন

আ.লীগের মনোনয়ন পেলেন যারা

পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগের পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ড।
মঙ্গলবার গণভবনে দ্বিতীয় দফায় বৈঠক করে আসন্ন পৌরসভা নির্র্বাচনে মেয়র পদে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করা হয়। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৈঠক শেষে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের হাতে বিভাগওয়ারী একে একে মনোনয়নে প্রত্যয়নপত্র হাতে তুলে দেওয়া হয়।

দলীয় সূত্র থেকে পাওয়া পৌরসভার চূড়ান্ত প্রার্থীরা হলেন

রংপুর বিভাগ: পঞ্চগড় সদরে জাকিয়া আক্তার, ঠাকুরগাঁও সদরে তাহমিনা মোল্লা, পীরগঞ্জে কচিরুল মিয়া, গাইবান্ধার গোবিন্দগঞ্জে আতাউর রহমান, নীলফামারীতে আকতার হোসেন খোকন, জলঢাকায় বাহাদুর, লালমনিরহাটের পাটগ্রামে শমসের আলী, রংপুরের বদরগঞ্জে উত্তম কুমার সাহা, কুড়িগ্রাম শহরে আব্দুল জলিল, উলিপুরে আব্দুল আলীম সরকার, নাগেশ্বরী কামরুল ইসলাম, দিনাজপুর সদরে আনোয়ারুল ইসলাম, বিরামপুর আক্কাস আলী, বীরগঞ্জ মোশাররফ বাবুল, হাকিমপুরে জামিল হোসেন চলন্ত, সুন্দরগঞ্জ-আব্দুল্লআহ আল মাসুদ,

খুলনা বিভাগ: কুষ্টিয়া সদরে আনোয়ার আলী, মেহেরপুরের গাংনীতে আহমেদ আলী, ভেড়ামারা-শামীমুল হক ছানা, কুমারখালী-শামীমুজ্জামান অরুন, খোকসা-তরিকুল ইসলাম, মিরপুর-এনামুল হক, যশোর সদরে রেন্টু চাকলাদার, কোর্ট চাঁদপুরে (ঝিনাইদহ) শহিদুজ্জামান।

ঢাকা বিভাগ: সাভারে আব্দুল গনি, মুন্সিগঞ্জ সদরে মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মীরকাদিম পৌরসভায় শাহিন, শরীয়তপুর সদরে আমিন কতোয়াল, মাদারীপুর সদরে খালিদ হাসান ইয়াদ, টাঙ্গাইল সদরে জামিলুর রহমান মিরন, কালীহাতিতে বর্তমান মেয়র আনসার আলী, নেত্রকোণা সদরে নজরুল ইসলাম খান, মোহনগঞ্জ পৌরসভায় অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, মদন পৌরসভায় আব্দুল হান্নান, কেন্দুয়ায় আসাদুল হক ভূঁইয়া, দুর্গাপুর পৌরসভায় আব্দুস সালাম।
ফুলপুরে (ময়মনসিংহ) শশধর, টুঙ্গিপাড়ায় (গোপালগঞ্জ) আহমেদ হোসেন মির্জা।

রাজশাহী বিভাগ: রাজশাহীর আড়ানীতে বাবুল হোসেন, চারঘাটে নার্গিস খাতুন, তানোরে ইমরুল হক, কাটাখালী আব্বাস উদ্দিন, তাহেরপুরে আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জে মুক্তা সিরাজি, পাবনার সুজানগরে আব্দুল ওহাব, বেড়ায় মোহাম্মদ মিরাজ হোসেন, পাবনা সদরে রাকীব হাসান টিপু, ঈশ্বরদীতে আবুল কালাম আজাদ মিন্টু, চাটমোহরে সাকো, ভাঙ্গুড়ায় রাশেল, ফরিদুপরে মাজেদুল হক মোল্লা, নাটোর সদরে জলি চৌধুরী, গুরুদাশপুরে শাহনাজ আলী মোল্লা, বরাইগ্রামে আব্দুল বারেক, সিংড়ায় মোস্তাফিজুর রহমান, গোপালপুরে রোকসানা মর্তুজা লিলি।
চাটমোহরে, বিপুল হাওলাদার।
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় শাহজান আলী পুতু।

বরিশাল বিভাগ: বরিশালের বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া, বেতাগী পৌরসভায় গোলাম কবির, পিরোজপুর সদরে হাবিবুর রহমান মালেক, বানারীপাড়ায় সুভাষ চন্দ্র শীল, উজিরপুরে হারিস।

সিলেট বিভাগ: সুনামগঞ্জে জগলুল, ছাতকে আবুল কালাম চৌধুরী, দিরাই পৌরসভায় মোশাররফ মিয়া, মৌলভীবাজার সদরে ফজলুর রহমান, কুলাউড়ায় শফি আহমেদ সোলায়মান, বড়লেখায় আবু ইমাম মো. কামরান চৌধুরী, নবীগঞ্জে অধ্যাপক তোফাজ্জল ইসলাম, হবিগঞ্জে আতাউর রহমান সেলিম, চুনারুঘাট সাইফুল ইসলাম, মাধবপুর হিরেন্দ্রনাথ সাহা, শায়েস্তাগঞ্জে ছালেক মিয়া, সিলেটের জাকিগঞ্জে খলিল উদ্দিন, কানাইঘাটে লুৎফুর রহমান, গোলাপগঞ্জে জাকিরুল বাবুল, মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়েল আহমেদ, কুলিয়ারচরে (কিশোরগঞ্জ) আবুল হাসান কাজল।
গৌরিপুরে (ময়মনসিংহ) সৈয়দ রফিকুল।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রামের মিরসরাইয়ে নিজামউদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভায় দেবাষীশ পালিত, পটিয়ায় হারুন-অর রশীদ, সন্দ্বীপে জাফরুল্লাহ, বাঁশখালী সেলিমুল হক, ফেনী সদর পৌরসভায় হাজি আলাউদ্দিন, কুমিল্লায় বাহারুজ্জামান, রাঙ্গামাটি আকবর হোসেন, বান্দরবানে ইসলাম বেবী, হাতিয়ায় এ কে এম ইউনূস আলী, চাঁদপুরের কচুয়ায় নাজমুল আলম, হাজীগঞ্জে মাহবুবুল হক লিপন, ফরিদগঞ্জে মাহফুজুল হক, মতলবে আওলাদ হোসেন লিটন, লক্ষ্মিপুরের রায়গঞ্জে আবুল খয়ের পাটোয়ারী, রায়পুরে মোহাম্মদ ইসমাইল, দাউদকান্দিতে (কুমিলা) নাঈম ইউসুফ, কচুয়ায় (চাঁদপুর) নাজমুল আলম স্বপন।

বাকি পৌরসভার চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ অব্যাহত রয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬ পৌরসভায় ভোট হবে। অবশ্য কাউন্সিলর পদের ভোট আগের মতোই নির্দলীয়ভাবে হবে। ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। ৫ ও ৬ ডিসেম্বর মনোনয়ন বাছাই হবে। প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।

তবে মঙ্গলবার হাইকোর্ট বিভাগের এক আদেশে মংলা পোর্ট পৌরসভার তফসিল ছয় মাসের জন্য স্থগিত করে ইসি। এ পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই