আ.লীগ ঐক্য চায় না বলেই শর্ত দিচ্ছে : বিএনপি

ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতীয় ঐক্য চায় না বলেই শর্ত দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেলা ১১টায় হলি আর্টিসান রেস্টুরেন্টে নিহতদের স্মরণে আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় ঐক্য চাইলে জামায়াত ছাড়তে হবে -আওয়ামী লীগের এমন বক্তব্যের প্রতিক্রিয়ার মির্জা ফখরুল এ কথা বলেন। জামায়াত ছাড়বেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘এখন এ প্রশ্ন কেন?’

দেশে জাতীয় বিপর্যয় চলছে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতি মোকাবেলায় দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রযুত্তি বিষয়ক সম্পাদক আ ন আক্তার হোসেন, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে নিহতদের স্মরণে আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির প্রতিনিধিরা।



মন্তব্য চালু নেই