ইঁদুরের শরীরে মানুষের কান!

মানব সভ্যতায় বিজ্ঞানের অবদান অপরিসীম। বিজ্ঞানীদের কাছে নাকি অসম্ভব কিছুই নেই। তবে আসলে এ কথাটি সত্য না হলেও। এমটি একটি বিষয় প্রমাণ করেতে দেখা গেল। বিজ্ঞানীরা মানুষের কান তৈরির করার এক নয়া প্রযুক্তি আবিষ্কার করলেন। আর সাহায্যে বিকলাঙ্গদের শরীরে সহজেই নয়া কান তৈরি করা যাবে। দেখে নিন-পুরো পদ্ধতি এবং এটা কিভাবে কাজ করবে…

ছবিতে দেখা যাচ্ছে, ইঁদুরের শরীরে মানুষের কান তৈরি করেছেন টোকিও কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, আমাদের আশা, আগামী দিনে এই পদ্ধতির সাহায্যে আমরা অস্বাভাবিক ভাবে জন্ম গ্রহণ করা শিশুদের শরীরে নতুন কান তৈরি করতে পারব।

এই পদ্ধতিতে কয়েকটি কোষ ব্যবহার করে দু মাসে দুই ইঞ্চি কান তৈরি করা সম্ভব।-এবিপি আনন্দ



মন্তব্য চালু নেই