ইংল্যান্ডকে ৯ উইকেটে হারাল পাকিস্তান

ইংল্যান্ড সফরের একমাত্র টি-টোয়েন্টিতে ইংলিশদের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ৩১ বল হাতে রেখেই পাকিস্তান ৯ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে।

স্থানীয় সময় বুধবার ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড। শুরুটা ভালোই করেছিল তারা। বিনা উইকেটে ষষ্ঠ ওভারে ৫৩ রান তোলে ইংল্যান্ড। তবে সপ্তম ওভার থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ইংলিশদের রানের গতিও কমে যায়। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৫ করে থেমে যায় ইংল্যান্ডের রানের চাকা।

১৩৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। ৩ ওভারে পাকিস্তানের রান ছিল বিনা উইকেটে ৩২। তবে ১২তম ওভারে দলীয় ১০৭ রানের মাথায় আউট হন শারজিল খান। এর আগেই অবশ্য ৪৬ বলে ৫৯ করেন তিনি। রানের ধারাবাহিকতা অব্যাহত রেখে মাত্র ১৪ ওভার ৫ বল খেলেই ১৩৯ রান করে পাকিস্তান। তখনো বাকি ৩১ বল।

ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। চার ওভার বল করে ১৮ রান দিয়ে নিয়েছেন বাটলার, উইলি ও মর্গানের উইকেট।

এর আগে ওয়ানডে সিরিজে পাঁচটি ম্যাচের প্রথম চারটিতেই হারে পাকিস্তান। হোয়াইটওয়াশের আশঙ্কায়ই পড়েছিল তারা। তবে শেষ ওয়ানডেতে দারুণ নৈপুণ্য দেখিয়ে সেই লজ্জা এড়াতে পেরেছিল পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে পাকিস্তান চার উইকেটে জেতে।

ওয়ানডে সিরিজ হারলেও বুধবারের টি-টোয়েন্টি নিয়ে সর্বশেষ দুটি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর কথাই যেন জানাল।



মন্তব্য চালু নেই