ইংল্যান্ডে নারী এমপি হত্যায় গণভোট স্থগিত

ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে এক গণভোট হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে প্রচারণাও শুরু করা হয়েছিল। তবে গুলি ও ছুরিকাঘাতে লেবার পার্টির এমপি জো কক্স নিহত হবার পর সেই প্রচারণা স্থগিত করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, নারী ওই সংসদ সদস্য জো কক্সকে (৪১) স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।

কক্সের নির্বাচনী এলাকা লিডস শহরের অদূরে ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত সন্দেহে টমি মেইর (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। শোক প্রকাশ করছেন যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বিশ্ব নেতৃবৃন্দ।

গত পঁচিশ বছরের মধ্যে কক্সই প্রথম কোনো এমপি যাকে হত্যা করা হলো।

এর আগে ১৯৯০ সালে পদে আসীন অবস্থায় আইরিশ রিপাবলিকানদের হামলায় কনজারভেটিভ একজন সংসদ সদস্য মারা গিয়েছিলেন।

ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরুন ও যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন শোক প্রকাশ করেছেন।

জেরেমি করবিন এক টুইট বার্তায় বলেছেন, ‘এই আক্রমণের সংবাদে আমরা মর্মাহত। পুরো লেবার পার্টি মিসেস কক্সের সঙ্গে আছে।’

উদ্বেগ প্রকাশ করে ডেভিড ক্যামেরন টুইট করেছেন, ‘আমাদের দোয়া সব সময় জো এবং তাঁর পরিবারের সঙ্গে আছে।’



মন্তব্য চালু নেই