ইইউ ভাঙলেও সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত থাকা অবস্থায় বাংলাদেশ যেসব সুযোগ-সুবিধা পেতো, তা এখন পাবে বলে জানিয়েছেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। তারা আরো বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষে প্রস্তাবিত পদ্মাসেতু থেকে কুয়াকাটা রেললাইন ও পায়রা বন্দরে বিনিয়োগ করার প্রস্তাব করেছে।’

তিনি আরো বলেন, ‘গুলাশান, শোলকিয়ায় জঙ্গি হামলা আমরা মোকাবেলা করতে পেরেছি। এর সঙ্গে জড়িতদের ধরতে পেরেছি।’

এ সময় যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘যুক্তরাজ্যের যেসব নাগরিক বাংলাদেশে ব্যবসা করতে চায় বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তা দেবে বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী। যুক্তরাজ্য সরকার বাংলাদেশকে আগের মতো সব ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকবে। আমাদের কোনো বিট্রিশ নাগরিককে বলি নাই তোমরা বাংলাদেশে ব্যবসা করে না। আমরা তাদের বলেছি নিরাপদে থেকে তোমরা ব্যবসা-বাণিজ্য করো।’



মন্তব্য চালু নেই