ইউনাইটেডের হাজার গোলের রেকর্ড

এভারটনের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে নতুন রেকর্ড গড়লো ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম কোন দল হিসেবে নিজেদের মাঠে ১০০০তম গোলের মাইলফলক স্পর্শ করলো ফন গালের শিষ্যরা।

ঘরের মাঠে রোববার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল পেতে ৫৩তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইউনাইটেডকে। ম্যাচের ৫৪ মিনিটে বক্সের ভেতর থেকে দেওয়া ডাচ মিডফিল্ডার টিমোথি ফসু-মেনশাহর দারুণ এক পাসে আলতো টোকায় বল জালে জড়ান মার্শালে।

এর আগে ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর মার্ক হুগোস শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যানইউর ২-১ গোলে জয়ের ম্যাচের প্রথম গোলটি করেছিলেন। লিগে ম্যানইউর পরে ঘরের মাঠে সর্বোচ্চ গোলের মালিক আর্সেনাল। গানারদের গোলের সংখ্যা ৯১৬। আর ৮৯৬ গোল করে তৃতীয় অবস্থানে রয়েছে চেলসি।



মন্তব্য চালু নেই