ইউনূসের নাগরিকত্ব বাতিল চায় ওলামা লীগ

ড. মুহাম্মদ ইউনূসের নাগরিকত্ব বাতিলের দাবি করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। পাশাপাশি তিস্তা ও গঙ্গা ব্যারেজ চুক্তি নিশ্চিত না করে প্রধানমন্ত্রীর ভারত সফর করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা।

শনিবার (৪ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরাতে হবে। বিএনপিকে সন্ত্রাসবাদী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। সংগঠনটির সভাপতি মাওলানা মোহাম্মদ আখতার হোসাইন বোখারী বলেন, ৯৮ ভাগ মুসলমানের দেশে মূর্তিপূজার প্রসার ঘটানো হচ্ছে। এটা করতে দেয়া যাবে না।

নোবেলজয়ী ড. ইউনূসকে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারী উল্লেখ করে তিনি বলেন, গরিবের রক্তচোষা সুদখোর ড. ইউনূসের নাগরিকত্ব বাতিল করতে হবে। শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়ে তিনি বলেন, তিস্তা চুক্তি, গঙ্গা ব্যারাজ চুক্তি নিশ্চিত না করে প্রধানমন্ত্রীর ভারত সফর করা উচিত হবে না।

এসময়ে বিভিন্ন দাবি নিয়ে প্লাকার্ড দেখা যায় তাদের হাতে।



মন্তব্য চালু নেই