ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হতে মরিয়া দিল্লি

এবার ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সিটি’র দৌড়ে না থাকলেও পরের বছর ফের ট্র্যাকে ফিরতে মরিয়া দিল্লি। কয়েক মাস আগে ওয়ার্ল্ড হেরিটেজ সিটির লড়াই থেকে ওল্ড দিল্লির নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। তাদের যুক্তি ছিল, হেরিটেজ সিটির তকমা পেলে দিল্লিতে বাধা পেতে পারে পরিকাঠামো উন্নয়নের কাজ।
দিল্লিতবে, কয়েকদিন আগেই মোদি সরকারের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপরই, তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কেন্দ্রকে চিঠি লেখেন দিল্লির মুখ্যসচিব। তবে, হেরিটেজ তকমা যে শহরের উন্নয়নের পক্ষে বাধা হতে পারে, সেই যুক্তি মেনে নিতে চাননি অনেকেই। উল্লেখ্য, ২৮ জুন থেকে জার্মানির বনে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৩৯তম বৈঠক শুরু হয়েছে। ৮ জুলাই বৈঠকের শেষে এর ফল ঘোষণা করা হবে। ইতিমধ্যেই জমা পড়েছে ৩৮টি মনোনয়ন।


মন্তব্য চালু নেই