ইউপিডিএফ’র ৩ কর্মীকে ব্রাশফায়ারে হত্যা

রাঙ্গামাটির লংগদুতে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ইউপিডিএফ’র তিন কর্মী নিহত হয়েছেন।

উপজেলার ভাইবোনছড়ার গোল্লাছড়ি এলাকায় রবিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—অনিক চাকমা (৩০), সুমন চাকমা (২৮) ও সুজয় চাকমা (৩৫)।

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা বলেন, ‘ভাইবোনছড়া এলাকার গোল্লাছড়ি গ্রামের একটি বসতঘরে আমাদের বেশ কয়েকজন কর্মী দলীয় কাজে শনিবার রাতে অবস্থান করছিলেন। ভোরে সেখানে উপস্থিত হয়ে আকস্মিকভাবেই সশস্ত্র হামলা চালায় জেএসএস সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই আমাদের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হন। এ সময় ওই ঘরে আগুন ধরিয়ে দেয় জেএসএস।’

তিনি অভিযোগ করে বলেন, ‘যে ঘরটিতে আগুন ধরিয়ে দিয়েছে সেটিতে বেশ কয়েকজন নারী ও শিশু ছিল। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।’

এদিকে এ ঘটনায় নিজেরা জড়িত নয় বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন জেএসএস নেতা সজীব চাকমা। তিনি দাবি করেন, অন্তর্কোন্দলেই ইউপিডিএফ’র কর্মীরা নিহত হয়েছেন।

এ বিষয়ে রাঙ্গামাটি পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান বলেন, ‘লংগদুতে ব্রাশফায়ারে তিনজন নিহত হওয়ার কথা শুনেছি। তবে এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ফোর্স না পৌঁছানো পর্যন্ত সঠিক কোনো খবর পাওয়া যাচ্ছে না।’ ঘটনাস্থলে পুলিশ ফোর্স রওয়ানা হয়েছে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই