ইউপিতে সেনাবাহিনীকে ভোট দিন!

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অদ্ভূত এক পোস্টার করে এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির এক চেয়ারম্যান প্রার্থী।

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট ইকবাল আযম ভোট চেয়ে ছাপানো তার সাদা-কালো পোস্টারটি সাঁটানোর পর এলাকায় চলছে বেশ সমালোচনা।

পোস্টারে লেখা হয়, ‘ইকবাল আযম (অব.) সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনীকে ধানের শীষ মার্কায় ভোট দিন।’

ইকবাল আযম তৃতীয় দফা ইউপি নির্বাচনে জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী।

ক্ষোভ প্রকাশ করে ওই এলাকার কয়েকজন ভোটার বলেন, ইকবাল আযম বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। কিন্তু তিনি তার পোস্টারে ‘বাংলাদেশ সেনাবাহিনী’-কে ধানের শীষ মার্কায় ভোট দিন এটি কিভাবে লিখতে পারেন। এই বাহিনী নিয়ে রাজনীতি করা ঠিক না।

নির্বাচনে অপর চেয়ারম্যান প্রার্থীরা বলেন, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। সুশৃঙ্খল একটি বাহিনীর সুনাম রক্ষার্থে আমরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি।

এ বিষয়ে প্রার্থী ইকবাল আযম বলেন, ‘আমার নাম বড় অক্ষরে লেখার পর ছোট অক্ষরে বাংলাদেশ সেনাবাহিনী লিখেছি। তাতে দোষের কিছু নেই। আমি ওই প্রতিষ্ঠানে চাকরি করেছিলাম। সাধারণ মানুষের মাঝে পরিচয় তুলে ধরতেই এটা লিখেছি।’

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘এভাবে পদ-পদবী লিখা ঠিক না। তবে বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘এটি আমার জানা নেই। কেউ এ নিয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



মন্তব্য চালু নেই