ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন জমা দিতে বাঁধার অভিযোগ ভিত্তিহীন

এম.এ.আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ১১৪ ইউনিয়নে মনোনয়ন জমা দিতে বাধাঁ দেয়ার অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন ৭৩৮ ইউনিয়নে নির্বাচন হচ্ছে বাধাঁ পেলে অন্যান্য জায়গায় বিএনপি কী করে নির্বাচন করছে ? তিনি আরও বলেন বিএনপির আভ্যন্তরীন কোন্দলের কারনে বিএনপি নিজেরাই নিজেদের বড় বাধাঁ। তিনি বিএনপিকে অন্ধকারে ঢিল না ছুড়ে নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট অভিযোগ দেয়ার পরামর্শ দেন। আওয়ামীলীগের কোন নেতা-কর্মী বাধাঁ দিলে দল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি আজ সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুরে ব্ঙ্গেল ফিড এন্ড ফিশারীজ ইন্ডাস্ট্রিজ এর উদ্বোধন উপলক্ষ্যে এ সব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ব্ঙ্গেল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী -২ আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম, গ্লোব ফার্মাসিটিউক্যালস এর চেয়ারম্যান ও নোয়াখালী -৩ আসনের সাংসদ মামুনুন রশিদ কিরন, জেলা পরিষদ প্রশাসক ডা. জাফর উল্যাহ, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সলসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ।।



মন্তব্য চালু নেই