ইউপি নির্বাচন: ‘অনলাইনে মনোয়নপত্র জমা নেওয়া হবে’

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, অনলাইনেও মনোয়নপত্র জমা নেয়ার পরিকল্পনা করছি। এর আগে রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়েও মনোনয়ন পত্র জমা দেওয়ার ব্যবস্থা করেছি। কাজেই প্রার্থীরা যাতে বাধার সম্মুখীন না হন, সেজন্য সব ব্যবস্থাই করেছি। প্রার্থীদের জন্য সকল দ্বার খুলে দেব। সোমবার নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

শাহ নেওয়াজ বলেন, এরপরও কারো কোনো অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট আকারে আসতে হবে। কোনো উড়ো খবরের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যাবে না। প্রত্যেক নির্বাচনেই আমরা শক্ত অবস্থানে থাকি। নির্বাচন কর্মকর্তাদেরও শক্ত অবস্থানে থাকতে বলা হয়। এ নির্বাচনেও শক্ত অবস্থানে থাকবো।

তিনি বলেন, ধরে নেব সব যারা নির্বাচনে অংশ নিচ্ছে, তারা সবাই আমাদের সহযোগীতা করছে। আমরাও তাদের জন্য সমস্ত দ্বার খুলে দেব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬২ প্রার্থী নির্বাচিত হওয়ার বিষয়ে শাহ নেওয়াজ বলেন, কোথাও অনিয়ম হলো কি না আমরা সেটি দেখবো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো, এটা আমাদের দেখার বিষয় না। আইনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব সুনির্দিষ্ট অভিযোগ আমলে নিচ্ছি। ফেনীর পরশুরামে মনোনয়নপত্র জমা নেওয়ার সময় একদিন বাড়ানোও হয়েছে। এরপরও কেউ ঘরে বসে থাকলে ধরে এনে নির্বাচন করানো সম্ভব না।



মন্তব্য চালু নেই