ইউপি নির্বাচন: দ্বিতীয় ধাপে আ’লীগ লীগ পেয়েছে ৩৭২, বিএনপি ৫৮

ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী ৫৫০টি ইউপির মধ্যে ৩৭২টিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছে। আর ৫৮টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন সচিবালয়ের ব্যবস্থাপনা শাখার উপসচিব রাজিব আহসান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশের ৪৭ জেলার ৬৩৯টি ইউপির মধ্যে ৫৫০টির ফলাফল তাদের কাছে পৌঁছেছে। এখনো বিভিন্নস্থান থেকে ফলাফল আসার অপেক্ষায় আছেন। আজ রাত অথবা আগামীকালের মধ্যে পুরো ফলাফল তারা হাতে পাবেন।

তিনি জানান, ৫৫০টি ইউপির মধ্যে ৯টিতে সহিংসতার কারণে কিছু কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। এই ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণ হবে। বাকি ৫৪১টি ইউপির মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী ৩৭২টিতে, বিএনপি ৫৮টিতে, জাতীয় পার্টি ৩টিতে এবং জাতীয় পার্টি-জেপি ২টিতে, স্বতন্ত্র ১০৫টিতে এবং অন্যান্য ১টিতে জয়ী হয়েছে।

এ ছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী। যারা সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন।



মন্তব্য চালু নেই