‘ইউরোপীয় ইউনিয়ন তো এ কারণে প্রতিষ্ঠিত হয়নি!’

গ্রিসের প্রধানমন্ত্রী সিপ্রাস আন্তর্জাতিক ঋণদাতাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন. গ্রিসকে বোকা বানানোর চেষ্টা করবেন না।

গ্রিক পার্লামেন্টে বক্তব্য রাখাকালীন তিনি এ কথা বলেছেন।

সিপ্রাস বলেন, গ্রিস একটি সংকটময় সময় অতিক্রম করছে, অতীব সত্য কথা। কিন্তু তার বিপরীতে ঋণদাতাদের প্রস্তাবগুলো মোটেও বাস্তবসম্মত হচ্ছে না।

গত শুক্রবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফকে ৩০০ মিলিয়ন ইউরো ঋণ পরিশোধ করার বিষয়ে দায়বদ্ধ ছিল গ্রিস।

এ ঋণ পরিশোধে গ্রিস এবারও ব্যর্থ হয়েছে।

greece-details

গ্রিসের ঋণসংক্রান্ত নীতিমালা প্রণয়নে যা হয়ে চলেছে তাকে ইউরোপের জন্যে শোচনীয়তম সময় বলে উল্লেখ করেন সিপ্রাস।

এবং প্রণীত নীতিমালাগুলোকে ধূর্ততা বলে অভিহিত করেন।

সিপ্রাস মনে করেন, আংশিক ঋণ মওকুফের আবেদনকে পেছনে ঠেলে দিয়ে যে সমস্ত নীতিমালা চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে, এবং একটি দেশের (গ্রিস) শ্বাসরোধ করার চেষ্টা করা হচ্ছে, তার জন্যে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়নি।

ইইউর সঙ্গে মতদ্বৈততা সৃষ্টির জন্যে তিনি দেশীয় ঋণদাতা কিছু প্রতিষ্ঠানকেও, তার বিরোধীতার জন্যে প্রায় সমানভাবে দুষেছেন।



মন্তব্য চালু নেই